Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

আধিপত্ত বিস্তার নিয়ে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

1 min read

আধিপত্ত বিস্তার নিয়ে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

আধিপত্ত বিস্তার নিয়ে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ৩৫
আধিপত্ত বিস্তার নিয়ে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

ঝিনাইদহ সদরে সমশপুর গ্রামে আধিপত্ত বিস্তার নিয়ে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রায় ৩০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জেলা সদরের ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুল মালেক এবং সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা শহিদ শিকদার এর মধ্যে এলাকাই অধিপত্তবিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় গ্রুপের লোকজন সকালে সমশপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে প্রায় ৩০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা: অপূর্ব কুমার সাহা জানান, হাসপাতালে ভর্তি আহত রুগীর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এক জনের অবস্থা আশংকাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *