আমেনা খাতুন কলেজে মুসা মিয়া একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
1 min readঝিনাইদহ সদর উপজেলার আমেনা খাতুন কলেজে মুসা মিয়া একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাহিদ হোসেন মুসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবিএম আমিনুর রহমান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী জোয়ার্দ্দার, আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদুল ইসলাম মিঠু।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ১ কোটি টাকা মুল্যের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিকেলে একই এলাকার আব্দুল লতিফ দাখিল মাদ্রাসায় ১ কোটি মুল্যে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
দুটি ভবন তৈরীর অর্থায়ন করেন জাহেদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাহিদ হোসেন মুসা।