Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঈদুল আজহায় ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার রেলওয়ের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানায়। তবে কোনদিন কোন তারিখের টিকিট দেয়া হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ওই সূত্রটি।

রেল সূত্র বলছে, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে। এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) ।

রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক করেছেন শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। যা চলতে পারে ২ আগস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *