Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

এক কৃষক অপহরন উদ্ধারের দাবীতে থানায় অভিযোগ দায়ের

1 min read

এক কৃষক অপহরন উদ্ধারের দাবীতে থানায় অভিযোগ দায়ের

এক কৃষক অপহরন  উদ্ধারের দাবীতে থানায় অভিযোগ দায়ের
এক কৃষক অপহরন উদ্ধারের দাবীতে থানায় অভিযোগ দায়ের

ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি পশ্চিম পাড়ার মিলন হোসেন (৩৫) নামের এক কৃষক অপহরন হয়েছে। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। মিলন হোসেন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

থানায় অভিযোগকারী মতিয়ার রহমান জানায়,আমার ছেলে মিলন হোসেন গত ১৪.১১.১৬ ইং তারিখে বিকাল ৪টায় মাঠে কাজ শেষে দোকানঘর নামক বাজারে যাওয়ার পথে নৃসিংহপুর সাকিনস্থ জনৈক নওশের মাস্টারের সামনে পাকা রাস্থায় পৌছালে দুইটি মটরসাইকেলে পূর্বপরিচিত ৩যুবক এসে গতিরোধ করে অপহরন করে নিয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে ২০.১১.১৬ ইং তারিখে পার্শবর্তি নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামের সিরাজুল ইসলাম সহ ৩যুবকের নামে এঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছে।

মিলন হোসেনের স্ত্রী জানান, মিলনকে হত্যা করে গুম করার আশাংকা করছেন। এব্যাপারে পুলিশের উর্ধনত কর্মকর্তার সদয়দৃষ্টি কামনা করেছেন।

ঝিনাইদহ সদও থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপাওে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *