কালীগঞ্জে কিশোরীকে রাতভর ধর্ষণ
1 min readঝিনাইদহের কালীগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীকে তুলে নিয়ে রাতভর ধর্ষনের অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের পেতনীপাড়ায় । এলাকাবাসী শনিবার ভোরদিকে মেয়েটিকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার সাথে জড়িত আলামিন গাঢাকা দিয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুস আলী জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটবাগ মাদ্রার্সার দশম শ্রেণীর ছাত্রী (১৮) নিজ বাড়ী থেকে বের হন পাশের বাড়ীতে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য। এ সময় উপজেলার খালকুলা গ্রামের মৃত্য আব্দুর রব ছেলে আলামিন (২০) ও তার সহযোগী মেয়েটিকে তুলে নিয়ে বাড়ির পাশে মাঠের ভিতর নিয়ে রাতভর ধর্ষণ করে হাত পা বাধা অবস্থায় অচেতন করে ফেলে রেখে যায় ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে । মেয়েটির মেডিকেল করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমি আর শুনতে চাই না