কালীগঞ্জে নসিমন উল্টে এক শ্রমিক নিহত আহত দুই
1 min readঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিন চালিত নসিমন উল্টে আলমগীর হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৬টার সময় উপজেলার কোলা ইউনিয়নের খালকুলা গ্রামের বাবু বাড়ির মোড়ে।
এ সময় আহত হয়েছে আতিয়ার রহমান ও মুরাদ হোসেন নামে আরো দুই শ্রমিক। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আলগীর হোসেন উপজেলার কোলা ইউনিয়নের থানজাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক উজ্জল শিকদার হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে আলমগীর হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহতদের চিকিৎসা চলছে।