কালীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত, আহত ৩ পুলিশ
1 min readঝিনাইদহের কালীগঞ্জের পৌর এলাকার ওয়াপদাহ মাঠ নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে শামীম সরদার ওরফে মামুন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয় এবং ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও প্রায় ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত শামীম আড়পাড়া এলাকার মমিন সরদারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে রাতে মাদক উদ্ধারে উপজেলার ওয়াপদাহ মাঠের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুক যুদ্ধ শুরু হয়।
পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামীম সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
নিহত শামীমের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৯ টি মাদক মামলা রয়েছে। সে উপজেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।