কালীগঞ্জে ব্যবসায়ীর মুদিদোকান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
1 min read
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা বাজারে হাফিজুর রহমান নামের এক মুদি ও সার ব্যবসায়ীর দোকান পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃর্বুত্তরা। সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাড়িতে অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, সোমবার রাত ১টার দিকে কে বা কারা তার সোনালীবাডাঙ্গা বাজারের মুদি ও সারের দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর আগেই দোকানে থাকা সকল সকল মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ১০ লক্ষটাকার ক্ষতি হয়েছে।
সুবর্ণসারা পুলিশ ফাড়ির আইসি মহাসিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমাদের কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানিয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করছি।