কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্লিনিক মালিকের জরিমানা
1 min readঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে নিয়মিত ডাক্তার ও নার্স না থাকায় হাসপাতালের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান এ রায় দেন। এছাড়াও বারবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি স্যালোইঞ্চিন চালিত নসিমনকে আরো ৫ হাজার টাকা জরিমানা করেছে।
ইউএনও মো: ছাদেকুর রহমান জানান, অভিযোগ ছিল বারবাজারের ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পরিবেশ, নিয়মিত ডাক্তার ও নার্স নেই। দুপুরে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাসপাতালে মালিক সদর উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি নসিমন করিমন আটক করে মালিকদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমান করা হয়।