কালীগঞ্জে রুপসা ও গড়াই পরিবহণকে জরিমানা
1 min readঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দ্রুতগতিতে গাড়ি চালানো, গাড়ির চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে রুপসা ও গড়াই পরিবহনের ২টি যাত্রীবাহী বাসের চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: ছাদেকুর রহমান এ জরিমানা করেন।
ইউএনও ছাদেকুর রহমান জানান, রবিবার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামকস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি জানান, যাত্রীদের অভিযোগ কুষ্টিয়া-খুলনাগামী রুপসা ও গড়াই পরিবহনের বাসগুলো দ্রুতগতিতে চলে। যার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। অভিযান কালে রুপসা ও গড়াই পরিবহনের দুটি বাসের চালকে দ্রুত গতি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।