কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত
1 min readঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। নিহতের পরিচয়, সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের নিরঞ্জনের ছেলে নরোত্তম ওরফে রকি (৩০)।
প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সকালে আলমসাধু নিয়ে কালীগঞ্জে যাচ্ছিল রকি। পথে ব্র্যাক অফিসের সামনে এলে আলমসাধুটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রকিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।