কালীগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার”
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা মাদক ব্যবসায়ী খালেদা বেগম (৫০) কে গ্রেফতার করেছে। রোববার দুপুর ২ টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শিবনগর গ্রামের শুকুর আলী স্ত্রী।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, খালেদা বেগম ঢাকা আশুলিয়া থানায় দায়ের হওয়া মাদক মামলার আসামি। যার নং ৪২৯/২০০৯। ওই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদ-ের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। রোববার দুপুরে গোপন সংবাদ পেয়ে থানার এসআই বিশ্বজিৎ পাল ও এএসআই আব্দুল গাফ্ফার সঙ্গীয় ফোর্স নিয়ে নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে। দুপুরেই তাকে জেল হাজতে সোপর্দ করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম জানান। “