Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কালীগঞ্জ নাটোপাড়া সরকারি বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করলেন ইউএনও”

কালীগঞ্জ নাটোপাড়া সরকারি বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করলেন ইউএনও"

কালীগঞ্জ নাটোপাড়া সরকারি বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করলেন ইউএনও"
কালীগঞ্জ নাটোপাড়া সরকারি বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করলেন ইউএনও”

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি দখলমুক্ত করলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান। ঝিনাইদহ নিউজ ,সহ বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুটি ক্লাস রুম দখল করেছে সেতু নির্মাণকারী ঠিকাদারের লোকজন, স্কুল মাঠে রাখা হয়েছে লোহার রড,বালির স্তুপ,রড কাটা মেশিন,জাতীয় সংগীত গাওয়া হচ্ছে ক্লাস রুমে শিরোনামে সংবাদ প্রকাশিত হবার পর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ঠিকাদারের লোকজনকে ২৪ ঘন্টা সময় দেয় নির্মান সামগ্রী সরানোর জন্য। এর পর আজ সেগুলো সরিয়ে স্কুল মাঠ ও স্কুল কক্ষ ফাকা করে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শামীম হোসেন বিদ্যালয় মাঠ ফাকা করার বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলের পাশে ফটকি নদীর উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। গত দুই মাস ধরে সেতু নির্মাণ প্রতিষ্ঠান তাদের সকল মালামাল (রড,বালু, মেশিন) স্কুলের মাঠে রেখে দখল করে। যার কারনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ স্কুলের মধ্যেই করানো হচ্ছি। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দের্শে তা সরিয়েছে ঠিকাদার কর্তৃপক্ষ।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান জানান, বিষয়টি তিনি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে ঠিকাদারী কর্তৃপক্ষকে স্কুলের মাঠ থেকে মালামাল সরানো ও ক্লাস রুম খালি করতে নির্দেশ দেওয়া হয়। তারা তা সরিয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *