Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

গান থামিয়ে তরুণীর শ্লীলতাহানী ঠেকালেন আতিফ আসলাম

1 min read

গান থামিয়ে তরুণীর শ্লীলতাহানী ঠেকালেন আতিফ আসলাম

গান থামিয়ে তরুণীর শ্লীলতাহানী ঠেকালেন আতিফ আসলাম
গান থামিয়ে তরুণীর শ্লীলতাহানী ঠেকালেন আতিফ আসলাম

ঘটনাটি গত শনিবারের। পাকিস্তানের করাচিতে এক কনসার্টে পারফর্ম করছিলেন গায়ক আতিফ আসলাম। কিন্তু অনুষ্ঠান চলাকালে সেখানে আসা এক তরুণী কয়েকজন বখাটের খপ্পরে পড়েন। সবাই যখন কনসার্টে মাতোয়ারা সেই সময়ে ওই বখাটেরা তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা চালাচ্ছিলেন।

গান গাইতে গাইতে বিষয়টি হঠাৎ চোখে পড়ে শিল্পী আতিফ আসলামের। সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন শিল্পী, ছুটে যান ঘটনাস্থলে।

প্রচণ্ড ধমক দিয়ে শিল্পী জানতে চান, ‘কখনও মেয়ে দেখোনি? তোমাদের ঘরে মা-বোন নেই?’গায়কের এই চিৎকারে স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। চলে আসেন নিরাপত্তারক্ষীরাও। এরপরই ওই তরুণীকে তারা নিরাপদ স্থানে নিয়ে যান। গায়কের সাহসী এ সিদ্ধান্তে সঙ্গীতমোদী ওই তরুণী বেঁচে গেলেন শ্লীলতাহানীর হাত থেকে।

কনসার্টে এরকম একটি ঘটনা ঘটে গেলেও অনুষ্ঠানের আয়োজকরা এ বিষয়ে কিছু বলেননি। তবে সোশ্যাল মিডিয়া কল্যাণে এ খবর ছড়িয়ে পড়েছে। গায়কের এরকম দায়িত্বশীলতাকে সাধুবাদ জানাচ্ছেন তার অগণিত ভক্ত-অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *