জেলা পরিষদের চেয়ারম্যান প্রাথী কনক কান্ত দাস ভোটারদের সাথে মত বিনিময়”
“ঝিনাইদহ জেলা পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রাথী কনক কান্ত দাস আজ মহেশপুর উপজেলার এস বি কে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা ও কাজিরবেড় ইউনিয়নের সন্মানিত ভোটারদের সাথে মত বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত এ্যাড, আজিজুর রহমান, ময়েজউদ্দীন হামিদ, আব্দুর রশিদ খান, মশিউর রহমান জোয়াদ্দার, জে এম রশিদুল আলম, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জীবন কুমার বিশ্বাস, আরিফান হাসান চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, সামছুল হক মৃধা ও সেলিম রেজা, আজিজুল হক আজা, কাজি আতিয়ার রহমান, আমিনুর রহমান, হারুন উর রশিদ প্রমুখ।”