জেলা পরিষদ নির্বাচনে কনক কান্তির মনোনয়নপত্র দাখিল
1 min readজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঝিনাইদহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম তালুকদার’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কনক কান্তি দাস।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী ও সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও চেয়ারম্যান পদে জাতীয় পার্টির সভাপতি ড.এম হারুণ-অর রশিদ ও জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা তাদের সমর্থক, প্রস্তাবক ও কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন।