Fri. Nov 1st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহের কালীগঞ্জ ইমারত শ্রমিক ইউনিয়ন নির্বাচন জমে উঠেছে

1 min read

5905982f61b6fimages

আগামী ৩ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ (রাজমিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৯টি পদের মধ্যে ৭টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতির ১টি ও সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা ভোটের আশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, গত ১১ এপ্রিল নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। গত ২০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকে জোরে শোরে শুরু হয়েছে প্রার্থীদের ভোট প্রার্থনা। সভাপতির ১টি পদে মোঃ শাহ আলম (চেয়ার), শ্রী শচীন দাস (চাকা), মোঃ কিতাব আলী (হাতি) ও মোঃ রেজাউল ইসলাম (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদকের ১টি পদে মোঃ রবিউল ইসলাম (আনারস), মোঃ তৈবুর রহমান (বাস) ও মুস্তাফিজুর রহমান ডাবলু (বাঘ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদকের ১টি পদে ইউসুপ আলী (পিকআপ), আবুল হোসেন (বাইসাইকেল), কোষাধ্যক্ষের ১টি পদে মোঃ শরিফুল ইসলাম (মাছ), মিলন কুমার দাস (প্রদীপ) ও মফিজুল হোসেন (পতাকা) প্রতীক নিয়ে, দপ্তর সম্পাদকের ১টি পদে আলামিন হোসেন (দোয়াত কলম), শাহিন মিয়া (ফুটবল), প্রচার সম্পাদকের ১টি পদে মোঃ বিল্লাল হোসেন (টিউবওয়েল), পাইনুর (আপেল), শাহিন রেজা (হাতুড়ী) প্রতীক নিয়ে এবং সদস্যের ২টি পদে আঃ সালাম (কাপ পিরিচ), মোঃ আলামিন (হাঁস) ও কবির হোসেন (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটের আশায় সকাল থেকে গভীর রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। তারা ভোটারদের বাড়ী ছাড়াও কর্মস্থলে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীরা শহরের অলিগলি ছাড়াও গ্রামাঞ্চলের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পোষ্টার সেঁটেছে। কয়েকজন ভোটারের সাথে আলোচনা করে জানাগেছে, যারা সংগঠন ও সদস্যদের মানউন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তারা এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
সংগঠনের কার্যালয়ের সামনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ২৫ মার্চ সংগঠনের সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য সাংবাদিক টিপু সুলতানকে চেয়ারম্যান, জামির হোসেন সদস্য সচিব এবং হাসান জাকির কে সদস্য মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *