ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নিখোজের ৪ দিন পর কালীগঞ্জে আখ ক্ষেত থেকে ইজি বাইক চালকের গলিত মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামে রুপভান বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত রুপভান একই গ্রামের ছানাউল মণ্ডলের স্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, গৃহবধূর মৃত্যুর কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে গৃহবধূর মুখ দিয়ে লালা বের হচ্ছিলো।
এ বিষয়ে মহেশপুর থানায় এখনো কোনো মামলা হয়নি বলে তিনি জানান।