ঝিনাইদহের শৈলকুপায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ
1 min readঝিনাইদহের শৈলকুপায় সপ্তম শ্রেণী পড়ুয়া এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে ইউএনওর হস্তক্ষেপে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামের আবু বক্করের কন্যা আমেনা খাতুনের বিয়ের আয়োজন করা হয় সোমবার দুপুরে। মেয়েটি বড়দাহ মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
এ খবর শৈলকুপার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড চৌধুরী রওশন ইসলাম এর নিকট পৌছায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম আনীপুর গ্রামের আবুবক্করের বাড়িতে যান । মোবাইল কোর্টের মাধ্যমে সেখানে আবু বক্করের কন্যা মোছা: আমেনা খাতুনের বাল্যবিয়ে বন্ধ করেন ও তার পিতাকে ১হাজার টাকা জরিমানা করেন। পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবনা মর্মে অঙ্গীকারনামা নেন চৌধুরী রওশন ইসলাম । এসময় পৌর কমিশনার মুসা খান, পৌর ভূমি অফিসের নাজির মীর জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাল্য বিয়ে বন্ধ প্রসঙ্গে ইউএনও রওশন ইসলাম সাংবাদিকদের বলেন, এ জাতীয় খবর পেলে তা তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ নেয়া হবে। বাল্য বিয়ে, সামাজিক অবক্ষয় রোধে একযোগে সবাই কে কাজ করতে হবে।