ঝিনাইদহে আগুন লেগে ৩ টি বাড়ি পুড়ে ছাই
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের ঝড়ো দাসের বাড়ি আজ বেলা আনুমানিক দশটা চল্লিশের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তার নিজ ঘরে আগুন লাগে। আগুনের সূত্রপাত শুরু হওয়ার পরে তিনটি ঘর সহ ঘরের আসবাবপত্র তিনটি মোবাইল সেট, নগদ ২৫ হাজার টাকা, একটি বাইসাইকেল সহ আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ঝড়ো দাস পেশায় একজন দিনমজুর পাশাপাশি ঝুড়ি ও বেতের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় তাদের পরিবার যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা সত্যিই অপূরণীয়। এ ঘটনায় ঝড়ো দাস সবার প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।