ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য , গাছ কেটে দিল প্রতিপক্ষ
1 min readঝিনাইদহ নিউজ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মকিমপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ জমির মালিক শৈলকুপা উপজেলার গাছকুলচারা গ্রামের ইকরাম হোসেন বলেন, হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের ৭৭ নম্বর মৌজায় তার ১৬ শতক জমি রয়েছে।
এই জমির পাশে মকিমপুর গ্রামের লাল্টু মল্লিকের জমি রয়েছে। দীর্ঘদিন ধরে লাল্টু মল্লিক তার জমিটি দখল করার পায়তারা করে আসছেন। এ ঘটনায় আদালতে মামলা চলছে। গত মাসে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তারপরও লাল্টু মল্লিক ও তার সহযোগীরা জমিতে এসে ৩২ টি গাছ কেটে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত লাল্টু মল্লিকের সাথে মোবাইলে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।