Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

1 min read

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব
ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

প্রায় ৫০ প্রকার পিঠা নিয়ে জমজমাট পিঠা মেলা অনুষ্ঠিত হলো ঝিনাইদহে।ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট এর আয়োনে বৃহস্পতিবার সকালে থেকে শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।বাঙালীর চিরাচরিত পিঠা-পুলির ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা


ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট চত্বরে সকাল থেকে শুরু হওয়া এ মেলায় এসেছেন গৃহবধূ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ।রকমারি পিঠার ডালি সাজিয়ে বসেন ওই প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। দেশীয় নানারকম পিঠার স্টল প্রদর্শন করেছেন তারা। তাদের পিঠার মধ্যে ছিল, পাটিসাপটা, উষ্ণগুঞ্জা, ফুলঝুরি, ভাজাপুলি, পানিদৌলা, পাকান পিঠা, বাঁধাকপির বড়া, সবজিভাঁপা, সেমাই রসগোল্লা, সেমাই কাটসেট, চুসিপিঠা, চন্দ্রপুলি, সরভাজা, ম্যারাপিঠা, ছানার জিলাপি, ঝিনুকপিঠা, ময়মনসিংহের বিবিখানাসহ প্রায় ৫০ রকমের পিঠা।প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করা হলে অনেক অজানা কিছু জানতে ও শিখতে পারবেন বলে দাবি আয়োজকরা। এ মেলার আসতে পেরে খুশি দর্শানার্থীরা।

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, বাংলার ঐতিহ্য তরুন সমাজের সামনে তুলে ধরতে এবং সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ থেকে সমাজকে দুরে রাখতে এ আয়োজন বলে জানায় আয়োজকরা।

ঝিনাইদহ প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *