ঝিনাইদহে ‘এসো মানবতার ঐশ্বর্য্যে জীবন গড়ি’ বিষয়ক আলোচনা সভা
1 min readঝিনাইদহে এসো মানবতার ঐশ্বর্য্যে জীবন গড়ি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন আইন সহায়তা ও মুল্যেবোধ উন্নয়ন কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, ঝিনাইদহ পৌর সভার প্যানেল মেয়র ফারহানা রেজা আঞ্জু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল রানা, প্রধান তুলনাকারক শাহ মোহাম্মদ সেলিম, শিক্ষক মাসুদ পারভেজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল রানা, সালাম খান, মিথুন অন্নপুর্ণা রানী।মানব সভ্যতাকে নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়ার উদ্দেশ্যে এ আয়োজন বলে জানায় আয়োজকরা।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেবা মন্ডল ২০১৪ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি উপদেষ্টার দ্বায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের আইন সচেতনতা ও মুল্যেবোধ সৃষ্টির জন্য এ সংগঠনটি ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।