Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে আটক (ভিডিও সহ)

1 min read

ঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহের মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১১ টার দিকে তাদের আটক করা হয়, এসময় উদ্ধারকরা হয় ৬৫ বোতল ফেনসিডিল ও ১ টি মটর সাইকেল। আটককৃতরা হল, চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ইশ্বরবা গ্রামের জাবুল হোসেন (২৪) এবং একই গ্রামের মামুনুর রহমান (৩০)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, চুয়াডাঙ্গা থেকে মটর সাইকেল যোগে ফেনসিডিলের চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা মাগুরার দিকে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় ডিবি ও থানা পুলিশ।সকাল ১১ টার দিকে ঝিনাইদহের মথুরাপুর এলাকায় পৌছালে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপরে আক্রমণ করলে পুলিশ আতœরক্ষার্থে তাদের লক্ষ করে শর্টগানের গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেসময় ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেনসিডিল ও ১ টি মটর সাইকেল জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *