ঝিনাইদহে গড়ে উঠেছে বিদেশি ফল ড্রাগনের চাষ।
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে মো: আব্দুর রশিদ ও তার ভাই মো: সিদ্দিক মন্ডল
প্রায় ২ বিঘা জমিতে বিদেশি ফল ড্রাগনের বাগান গড়ে তুলেছেন। গাছ লাগিয়ে এরইমধ্যে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন। মাত্র এক বছরের মধ্যে গাছগুলো ফলবতী হয়ে উঠছে।তাই তিনি রপ্তানিযোগ্য এই ফলের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী।
তথ্য অনুসন্ধানে জানা যায় ২০০৯ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বড়াইগ্রামে হবিদুল ইসলামের বাড়িতে বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে ড্রাগন ফলের চাষ উদ্বোধন করেন। ২০০৭ সালে বাংলাদেশে
প্রথম ড্রাগন ফলের গাছ নিয়ে আসা হয়।
স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় ব্যস্ত সময় পার করছেন এই দুই ফল চাষি। ফল চাষি আব্দুর রশিদ জানান ড্রাগন ফুল নাইট কুইনের মতোই রাতে ফোটে। ফুলের আকার লম্বাটে এবং রং সাদা ওহ হলুদ।
এককালীন খরচ বেশি হলেও লাভজনক ফসল হওয়ায়। ইতোমধ্যে ঝিনাইদহ সদর উপজেলাসহ জেলার সব উপজেলায় বেশকিছু জায়গায় ড্রাগন ফল চাষ করা হচ্ছে।