Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার: বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়

1 min read

ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়

ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়
ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়

ঝিনাইদহে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি শহরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পোশাকের মান ও ডিজাইনে সন্তুষ্ট ক্রেতারা। তরুণ-রুণীদের কাছে এবার ভারতীয় পোশাক বাহুবলির চাহিদা বেশি হলেও কেউবা কিনেছেন থ্রি-পিচ, কেউ শাড়ি আর কেউবা মার্কেটে ঘুরছেন পছন্দের কাপড় কেনার জন্য। শুধুমাত্র দেশি বা বিদেশী কাপড় নয়, এবারে ঈদে দেশী ও বিদেশী দুধরনের পন্যেরই চাহিদা রয়েছে সমান ভাবে।
প্রতিবারের মত এবারো নামি-দামি খ্যাতনামা বিতানগুলো দেশি-বিদেশি পোশাক জুতা টুপিসহ বিভিন্ন পোশাকে সাজিয়েছেন। শহরের গীতাঞ্জলী সড়ক, মুন্সী মার্কেট, আরাপপুর, মৌসুমী শপিং মলসহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে ভিড় করছে ক্রেতারা।

ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়
ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়

সামর্থ্য অনুযায়ী ঈদের পোশক কিনছে তারা। ভারত সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে ভারতীয় পোশাকের সহজলভ্যতা রয়েছে এখানে। আর দাম সহনীয় পর্যায়ে থাকার কারণে ঝুঁকছে ক্রেতারাও। বাহুবলি থ্রিপিস চার হাজার টাকা থেকে আট হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। এ নামে ছেলেদের পাঞ্জাবিও বিক্রি হচ্ছে চার-পাঁচ হাজার টাকা দরে। আমাদের দেশি ও পাকিস্তানি থ্রিপিস ২২’শ টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। ছেলেদের সাধারণ পাঞ্জাবি পাঁচ’শ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পুরুষদের শার্ট ছয়’শ টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা দরে কেনা-বেচা চলছে। জামদানি শাড়ি ও টাঙ্গাইল শাড়িও ভালো কেনা-বেচা হচ্ছে বলে জানান দোকানদারেরা। রাজন ও পিপাসা নামের এ ক্রেতার সাথে কথা বললে তারা জানান, ঈদের আগে দাম একটু বেশী হলেও, মানে ভালো জিনিস পাওয়াতে সব কিছু ঠিকঠাকই মনে করছেন তারা।

ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়
ঝিনাইদহে জমে উঠেছে ঈদ বাজার, বিপনী-বিতান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়

বধূয়ার সপিংমলেন মালিক দবিরুল ইসলাম বকুল বলেন এবার ঈদের বাজারে ভারতীয় পণ্যের পাশাপাশী দেশী পন্য গুলোও ভালো জায়গা করে নিয়েছে। কিছু কিছু জিনিশের দাম বাড়লেও ক্রেতাদের চাহিদা ও ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য বিক্রি করতে পারছেন।
এদিকে ঈদকে সামনেরেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার, মিজানুর রহমান জানান, রোজা চলছে সামনে ঈদ, এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মার্কেট গুলোতে ক্রেতা বা বিক্রেতা যাতে কোনো সমস্যার সম্মুখিন না হয় সে জন্য আমরা ব্যাবস্থা নিয়েছি। ঈদটা যাতে সুন্দর ভাবে পার হয় সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

আব্দুল্লাহ আল মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *