ঝিনাইদহে জেলা মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত
1 min read“মুক্তিযুদ্ধের মুল চেতনা সমুন্নত রাখুন” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ১৯৭১ সালে ন্যাপ, কমিউনিষ্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর সদস্যদের নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা গেরিলা বাহিনীর আহবায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা পংকজ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঐক্য ন্যাপ কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার হাফিজ ফারুক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহিদুন্নবী কালু, হরিনাকুন্ডু কাপাশাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মসিউর রহমান জোয়ার্দ্দার প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ কমিটির সদস্য প্রভাত ব্যানার্জী, শ্যামল কুমার রায়।
সেসময় বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।