ঝিনাইদহে তুলা ফ্যাক্টরীতে আগুন
1 min readঝিনাইদহে বিসিকি শিল্পনগরীতে জিনিং কটন ফ্যাক্টরী নামের একটি তুলা ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় দমকল বাহিনী এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কারখানাটির প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকল বাহিনীর একটি ইউনিট ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফ্যাক্টরী মালিকের ছেলে শাহ মোহাম্মদ ইমেজ জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যাক্টরীতে হঠাৎ করেই আগুন ধরে যায়। স্থানীয় দমকল বাহিনীকে এসময় খবর দিলে তাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে মিলের তুলা, মেশিনের মটর ও বৈদ্যুতিক সারঞ্জামাদি পুড়ে যায়। এতে প্রায়লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, আগুন লাগার ঘটনার পর থেকেই মিলে তুলা উৎপাদন বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ মোল্যা জানান, আগুন লাগার সঠিক কারন এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে ফ্যাক্টরীটির উৎপাদন রুমে ওপেনার মেশিন চালু করার সময় মিস ফায়ারিংয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।