ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাস এর ইফতার মাহফিল
1 min readভ্রাতৃত্তের উদযাপনে ইফতার আয়োজন ২০১৭ শীর্ষক শিরোনামে ঝিনাইদহে ইফতার মাহফিলের আয়োজন করে বসুন্ধরা এলপি গ্যাস। বুধবার (০৭ জুন) সন্ধ্যায় স্থানীয় ঝিনাইদহ আহার রেস্টুরেন্টে আয়োজন করা হয় এ ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে মীর টি আই ফারুক রিজভী, হেড অব ডিভিশনাল সেলস্, বসুন্ধরা এলপি গ্যাস এর পক্ষ থেকে আলোচনা করেন, বসুন্ধরা এলপি গ্যাসের এ জি এম (সেল্স) মো: হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন, ঝিনাইদহ এলপি গ্যাসের ডিলার গ্যাস বাবু। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বসুন্ধরা এল.পি গ্যাস লিঃ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি। এছাড়া স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, ঝিনাইদহ পৌর জামে মসজিদের মোয়াজ্জেম বসির উল্লাহ। ইফতার মাহফিলে মীর টিআই ফারুক রিজভি বলেন, আজ সারাদেশে ভোক্তার দোরগোড়ায় বসুন্ধরা এল.পি গ্যাস পৌছে কৃতিত্ব শুধু আমাদের একার নয়, আমাদের সম্মানিত পরিবেশক ও রিটেইলাদের অবদান কোন অংশে কম নয়। তিনি আরো বলেন, আগামী দিন গুলোতে বসুন্ধর এল.পি গ্যাসের সহজলভ্যতা ও ভোক্তাদের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।