Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে বাউকুল চাষে স্বাবলম্বী ৮শ’ পরিবার

1 min read
ঝিনাইদহে বাউকুল চাষে স্বাবলম্বী ৮শ’ পরিবার

ঝিনাইদহে বাউকুল চাষে স্বাবলম্বী ৮শ’ পরিবার

ঝিনাইদহে বাউকুল চাষে স্বাবলম্বী ৮শ’ পরিবার
ঝিনাইদহে বাউকুল চাষে স্বাবলম্বী ৮শ’ পরিবার

ঝিনাইদহের মহেশপুরে বাউকুল চাষ করে স্বাবলম্বী হয়েছে প্রায় ৮শ’ পরিবার। নিজের জমি কিংবা বর্গা জমিতে মৌসুমী এই ফলের চাষ করছেন কৃষকরা। এখানে উৎপাদিত বাউকুল যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে। চাষিরা জানান, প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার কুল বিক্রি হচ্ছে বাগান থেকে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রাম। উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরের গ্রামটিতে প্রায় ২ হাজার ৪শ’ বিঘা জমিতে বাউকুল চাষ করছেন কৃষকরা। ২০১১ সালে গ্রাম্য চিকিৎসক তাজু উদ্দিন আহমেদ দেড় বিঘা জমিতে বাউ কুল চাষ করেন। তার দেখাদেখি এলাকায় বাউকুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে।

চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে বাউকুল চাষ করতে খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর বিক্রি হচ্ছে এক থেকে দেড় লাখ টাকার কুল। পাশাপাশি একই জমিতে একাধিক ফসল চাষ করার কথাও জানান তারা।

এদিকে, কুল চাষে কৃষকদের সবধরণের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা।

বাউকুল চাষিদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি আর্থিক সহায়তায় এগিয়ে আসবে সরকার এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *