ঝিনাইদহে বাসের চাকায় পিস্ট হয়ে শিশুর মৃত্যু”
1 min readঝিনাইদহের সাগান্না এলাকায় বাসের চাকায় পিস্ট হয়ে জামেনা (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়। সে সাগান্না গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিকাল ৫ টার দিকে জেলা সদরের সাগান্না এলাকায় জামেনা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক পার হচ্ছিল। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ‘আর এ’ নামক যাত্রীবাহি পরিবহনের চাকায় পিস্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন আহমেদ জানান, জামেনার মাথায় বড় ধরনের আঘাত ছিল। এ কারনেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।