May 24, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ…!

ঝিনাইদহে বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ঝিনাইদহ নিউজ:

ঝিনাইদহের দীঘির পাড় নামক স্থানে বাস চাপায় আমিরুল ইসলাম (২৬) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সে জেলা সদরের কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত এবং যশোর ঝিকরগাছা থানার শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে আমিরুল ইসলাম মটর সাইকেল যোগে যশোর জেলায় নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর সড়কের দীঘিরপাড়া নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরবর্তিতে পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাকও তাকে চাপা দেয়। সেসময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *