Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে মটরসাইকেল ফেলে পালালো

1 min read

জহুরুল ইসলাম জহির,ঝিনাইদহ নিউজ: মোবাইল ফোনের দাম মাত্র এক হাজার টাকা কিন্তুু ধাওয়া খেয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মোটরসাইকেল ফেলে দিয়ে চোর দৌড় দিলেন,ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কেসি কলেজের সামনে মোবাইল হাউজে।

দোকানের মালিক রোকনুজ্জামান বলেন ক্রেতা সেজে একটি মোবাইল ক্রয় করে একই সাথে আরেকটি মোবাইল চুরি করে দুইটি যুবক ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পৌষ্ট অফিস মোড়ের সিদ্দিক ব্রেড এন্ড কনফেকশনারীতে খাবার কিনতে ঢুকলে মোবাইল দোকানীর মালিক পক্ষ তাদেরকে ধরে ফেলে,পরে তাদেরকে ধাক্কা দিয়ে চোর দুইটি গাড়ি রেখে পালিয়ে যায় উপস্থিত জনতা পুলিশকে খবর দেন,সার্যেন্ট মোস্তাফিজ গাড়িটিকে আটক করে থানতে পাঠান।মামলার ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান জানান,গাড়িটি জব্দ করা হয়েছে, দোকানীর সিসি ফুটেজ চাওয়া হয়েছে এটা পেলে আমরা ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *