ঝিনাইদহে রিপন হত্যা মামলার আসামীর মৃত্যুদন্ড
1 min readঝিনাইদহে অাবুল কাশেম ওরফে রিপন হত্যা মামলার মুল অাসামি মতিয়ার রহমানকে মৃত্যুদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অাদালত। অাজ সোমবার সকালে অাদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত অাসামী মতিয়ার রহমান সদরের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত এজাহার জোয়ার্দ্দারের ছেলে। মামলার বিবরণে জানাযায়, গত ২০১০ সালের ২৫শে জানুয়ারি রাত অাটটার দিকে জেলা শহরের শেরেএ বাংলা সড়কের সাতভাই কুদ্দুস মার্কেটের সামনে অাবুল কাশেম ওরফে রিপন হেটে যাচ্ছিলেন। এমন সময় পুর্ব শত্রুতার জের ধরে অাসামী মতিয়ার রহমান, অাহাদ অালী ও অপরিচিত ৪/৫ জন সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালানোর সময় টহলরত পুলিশ মতিয়ার নামের একজনকে অস্ত্রসহ হাতেনাতে অাটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমান শেষে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিজ্ঞ অাদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম প্রধান অাসামি মতিয়ার রহমানকে মৃত্যুদন্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অন্য দুইজন অাসামীদের খালাশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট ইসমাইল হোসেন ও অাসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট তুষার কান্তি রায় ও অানোয়ার হোসেন।