ঝিনাইদহে রুপা, তনু সহ সকল ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে রুপা, তনু সহ সকল ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে রুপা, তনু সহ সকল ধর্ষণ ও হত্যার বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার ফোরাম জেলা শাখার আয়োজনে আজ সকাল ১০ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সভাপতি আমিনুর রহমান টুকু সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা রুপা, তনু সহ সকল ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।