ঝিনাইদহে র্যাবের হাতে দু’জন আটক
1 min readঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া থেকে সাজ্জাদ হোসেন (১৬) ও তৌহিদুল ইসলাম তুহিন (২৫) নামে দুইজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ককটেল ও দেশি অস্ত্র উদ্ধার হয় বলে জানিয়েছে র্যাব।
আটক সাজ্জাদ ওই এলাকার আক্কাস জোয়ার্দারের এবং তুহিন একই এলাকার বশির মণ্ডলের ছেলে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার বিকেলে জানায় র্যাব।
ঝিনাইদহ র্যাব ৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি উৎপলকুমার রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার খাজুরা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তুহিন ও সাজ্জাদকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক দুটি ককটেল ও দেশি অস্ত্র উদ্ধার হয়।’