ঝিনাইদহে শিশু সাইফ হত্যাকারীর যাবজ্জীবন কারাদন্ড
1 min readঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ সানা মোঃ মাহরুফ হোসাইন আরাফাত হোসেন সাইফ নামের ৮ বছরের এক শিশুকে হত্যার দায়ে আসামী শাকিল আহমেদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারা দন্ড প্রদান করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরন থেকে জানা যায়, আসামী শাকিল আহমেদ সাইফের পিতা কালীগঞ্জ শহরস্থ থানা পাড়ার নুর হোসেন লোটাসের দোকানের কর্মচারি ছিল। সেই সাথে সে সাইফকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতো। প্রতিদিনের মত ২০১২ সালের ৭ অক্টোবর শাকিল আহমেদ সাইফকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যায়। কিন্তু আর বাড়ী ফিরে আসে না। পরে সাইফের পারবার কালীগঞ্জ থানায় একটি সাধারন ডাইরি করে। পরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় শাকিলকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে কালীগঞ্জের হেলাই গ্রামের একটি আখ ক্ষেতে নিয়ে শিশু আরাফাত হোসেনকে পলিথিন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ আখের পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে। ওই দিনই দুপুর দেড়টার দিকে সাকিলের দেখানো স্থান থেকে আরাফাতের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর মামা আবু সাইদ ফিন্টু বাদি হয়ে কালীগঞ্জ থানা শাকিল আহমেদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ে আরো উল্লেখ করা হয়, আখের পাতা দিয়ে লাশ লুকিয়ে রাখার জন্য ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সকল দন্ড এক সাথে চলবে।