Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে শুক্রবার থেকে ১৯ ঘন্টা বিদ্যুত বন্ধ

1 min read

images

ঝিনাইদহে আগামী শুক্রবার রাত ১০ থেকে পরবর্তী ১৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আগামী শনিবার বিকেল ৫টায় বিদ্যুৎ চালু হবে। আর এ সময়ের মধ্যে স্থানীয় গ্রিডে ৮০/১২০ এমবিএ নতুন একটি ট্রান্সফরমার স্থাপন করা হবে।ওয়েস্টজোন পাওয়ার ডিুস্ট্রবিউশন কোম্পানির ঝিনাইদহের নির্বাহী প্রকৌ শলী মো. শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝিনাইদহ সদর উপজেলায় বর্তমানে ৫১ হাজার গ্রাহক এবং অন্যান্য উপজেলায় আরো ৪০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। প্রতিদিন গ্রহিক বৃদ্ধি পাচ্ছে। নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে। এতে বিতরণ লাইনে চাহিদা মোতাবেক বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। এই সমস্যা সমাধানে আরো দুটি ২০/২৬ এমবিএ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে একটির দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়েছে। সেই সঙ্গে ছয় কোটি টাকা ব্যয় করে নতুন সরবরাহ লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরেই শেষ হবে এর কাজ।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী জানান, নতুন ট্রান্সফরমার স্থাপন হলে আগামী সোমবার (১৭ এপ্রিল) থেকে ঝিনাইদহ জেলায় লোডশেডিং থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *