ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে প্রাইভেট শিক্ষক গ্রেফতার
1 min readঝিনাইদহে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ইমারুল ইসলাম নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার কুঠিদুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী ইমারুল ইসলামের কাছে প্রাইভেট পড়তো। বিভিন্ন সময় ওই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করে আসছিল ইমারুল ইসলাম। বিষয়টি আজ জানাজানি হলে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ওই শিক্ষকে গ্রেফতার করে।
ইমারুল ইসলাম ওই গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে।