Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী মারা গেছেন

1 min read

ঝিনাইদহে হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী মারা গেছেন

 

ঝিনাইদহে হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী মারা গেছেন
ঝিনাইদহে হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী মারা গেছেন

হরিধানের উদ্ভাবক ঝিনাইদহের আদর্শ কৃষক হরিপদ কাপালী (৯৫) পরলোকগমন করেছেন। গতরাতে নিজ বাড়ি আহসাননগর গ্রামে রাত সোয়া ১টার দিকে বার্ধ্যকজনতি কারনে পরলোকগমন করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘ ৬ মাস বার্ধক্যজনতি কারনে শয্যাশায়ী ছিলেন।
তিনি ১৯২২ সালের ১৭ সপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেরার এনায়তেপুর গ্রামে জন্ম গ্রহন করেন। ছোট বলো থেকেই তার বাবা কুন্দো লাল. মা কুরোধনী মৃত্যবরন করেন। এর পর থেকেই অনাত হরিপদ পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। hori- photo
পরে গত ১৯৯৫ সালে তিনি ধান ক্ষেতে একটি ধানের গাছকে খুজে পান যে গাছটি ছিল অন্যান্য গাছের থেকে উঁচু এবং বাইলে ধানের সংখ্যা বেশী। এই ধানটি সংগ্রহ করে বীজ তৈরি করেধান উৎপাদন শুরু করেন। তার উৎপাদিত ধানের ফলন তুলনামুলক বেশী হওয়ায় এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে। সেই থেকেই এই ধানটি হরিধান নামে পরিচিতি লাভ করে। আর এ ধান উদ্ভাবনের কারনে বিভিন্ন ভাবে সীকৃতও হয়েছেন তিনি। স্থানীয় দশমাইল শ্বশানে তার শেষ কৃত্য সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *