ঝিনাইদহে হাঁসে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০
1 min readঝিনাইদহ সদর উপজেলার শালকুপা গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতরাত সাড়ে ৯ টার দিকে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত কয়েক দিন আগে জেলার সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের শালকুপা গ্রামের টিক্কা বিশ্বাসের হাঁস একই গ্রামের আশাদুলের ক্ষেতের ধান খায়। টিক্কা বিশ্বাস গ্রামের প্রভাশালী মাতব্বর ইদ্রীস আলীর সমর্থক এবং আশাদুল ইসলাম একই গ্রামের অপর মাতব্বর শহিদুল ইসলামের সমর্থক। এ ঘটনাকে কেন্দ্র করে গেলরাত সাড়ে ৯টার দিকে উভয় দলের সমর্থকরা দেশীয় দা, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।