Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহ এলজিইডির গাড়ি চালক খুন

1 min read

ঝিনাইদহ নিউজ: ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়ির চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুজ্জামান জগলু কুষ্টিয়ার সদর উপজৈলার জুগিয়া গ্রামের বাসিন্দা। যশোর কোতয়ালী মডেল থানার এসআই মনিরুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির কাজী নজরুল কলেজের নিকটে বালির গর্ত থেকে বুধবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করেন। পারিবারিক কারণে তাকে খুন করা হতে পারে বলে তার সহকর্মীরা ধারণা করেছেন।

ঘটনার পর যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইফতেখার আলম ও ঝিনাইদহ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জামান হাসপাতালের মর্গে আসেন।

এসআই মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মুখে এবং গলায় কস্টেপ লাগানে ছিল। পরবর্তীতে তার সহকর্মীরা এসে লাশ শনাক্ত করেন। এলজিইডি যশোরের সহকর্মীরা জানান, জগলু ঝিনাইদহ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান এর গাড়ি চালক ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া হলো তিনি ঝিনাইদহ ডাকবাংলায় একাকী বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় পড়াশোনা করেন এবং তার স্ত্রী ওই ছেলের সাথে থাকেন। তার স্ত্রী হালিমা বেগম জগলুকে তালাক দিয়েছেন। এরপর অন্য আরেকজনকে বিয়ে করে সংসার করার একপর্যায়ে তাকে তালাক দিয়ে ফের জগলুকে বিয়ে করেন। এ সময় জগলু তার সকল সম্পত্তি স্ত্রী হালিমা বেগম নিজের নামে লিখে দেন। পারিবারিক কারণে জগলু খুন হতে পারেন বলে ঝিনাইদহ সহকর্মীরা দাবি করেন। সহকর্মীরা জানান, মঙ্গলবার এশার নামাজ পড়ার জন্য তিনি ডকবাংলো হতে বের হয়ে আসেন। এরপর আর ওই বাংলাতে ফিরে যাননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে না পাওয়ায় ঝিনাইদহ পুলিশকে বিষয়টি জানানো হয়।

ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জামান জানান, পারিবারিক কারণে তিনি অশান্তিতে ছিলেন এটা সঠিক। তবে কী কারণে এবং কারা এ খুন করেছে তা তিনি জানেন না। জগলু মঙ্গলবার অফিসের দায়িত্ব পালন করেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী এবং যশোর কোতয়ালী থানার ওসি (অপারেশন) শেখ তাসনিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *