ঝিনাইদহ ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ পুরস্কার উসমান গনির
1 min readঝিনাইদহে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি। মেলার শেষ দিনে অতিথিবৃন্দ তার হাতে এ পুরস্কার তুলে দেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঝড়ষাব-ধ-ঞযড়হ প্রতিযোগিতায় এবং শ্রেষ্ঠ ইনোভেশন অফিসার হিসেবে তিনি পুরস্কার ও সনদপত্র পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক। এসিল্যান্ড উসমান গনি’র এ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।” />