Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহ ডিবি’র ওসি দুটি অসহায় পরিবারের পাশে দাড়ালেন

1 min read

ঝিনাইদহ ডিবি’র ওসি দুটি অসহায় পরিবারের পাশে দাড়ালেন

ঝিনাইদহ ডিবি’র ওসি দুটি অসহায় পরিবারের পাশে দাড়ালেন
ঝিনাইদহ ডিবি’র ওসি দুটি অসহায় পরিবারের পাশে দাড়ালেন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না/ও বন্ধু।এভাবেই গানে গানে মানবতার কথা বলেছিলেন ভূপেন হাজারিকা, গেয়েছিলেন জীবনের জয়গান। এ চিরন্তন সত্যকে সামনে রেখে ঝিনাইদহে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ হোসেন।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম ও হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়া কালীচরণপুর ইউনিয়নের কাষ্টসাগরা গ্রামের শিশু আনিচুজ্জামান আইনের চিকিৎসা সহায়তা হিসেবে ব্যক্তিগত ভাবে ১০ হাজার টাকা দিয়েছেন তিনি।পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে সাধারণ ধারণা, সেই জায়গায় মো. দাউদ হোসেন একদমই ব্যতিক্রমী চরিত্র। তিনি বরাবরই অসহায় মানুষের সেবায় কাজ করেন বলে জানান তাঁর সহকর্মীরা। পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক মনোভাব সৃষ্টিতে এমন কর্মকা-ে কর্মকর্তাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাহিনীটির সদস্যরা।
ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, মানুষ হতে হলে কী ধরনের মানবিকতা বোধ থাকতে হয়, মো. দাউদ হোসেন সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন। এর আগেও তিনি নানা সেবামূলক কর্মকা-ে এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *