ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
1 min read
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে আলোচনা, দোয়ামাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠতি হয়।
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব প্রকৌ: নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ জনাব তোবারক হোসেন, জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি জনাব খাইরুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি জনাব কনক কান্তি দাস তার বক্তৃতায় সকল ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন, আগে তোমাদের পড়াশোনা তারপর রাজনীতি। একজন ভালো মেধাবী ছাত্রই একজন দক্ষ রাজনৈতিক নেতা হতে পারে। তিনি একুশের চেতনা এবং সেই চেতনা কে বুকে লালন করে বাংলাদেশ কে আগামীতে সুন্দর এবং সমৃদ্ধশীল দেশ গঠনের লক্ষে সকল ছাত্র ছাত্রী দের কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট এ একটি যাত্রী ছাওনি ও একটি সাইকেল ষ্টান্ড করে দেওয়ার ও প্রতিশ্রুতি দেন।
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের পক্ষথেকে কনক কান্তি দাস কে সম্মাননা ক্রেস প্রদান করে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ জনাব প্রকৌ: নীহার রঞ্জন । পরে এ অনুষ্ঠনের কুইজ প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। । এছাড়াও এ অনুষ্ঠানে পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক মন্ডলি এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।