ঝিনাইদহ র্যাবের অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের নকল বিড়ি ও বিড়ি তৈরির সারঞ্জাম উদ্ধার
1 min readঝিনাইদহ র্যাব অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের নকল বিড়ি ও বিড়ি তৈরির সারঞ্জাম উদ্ধার করেছে। এসময় নারগিস বেগম ওআঞ্জুয়ারা নামে দুই নারীকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর ও একতারপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে নকল বিড়িসহ তাদের আটক করে। এরপর জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেজবাউল করিম ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক দু’জনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করে।
ভরসা গ্রুপের আজিজ বিড়ির ব্যবস্থাপক (লিগ্যাল) মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা প্রশাসন ও র্যাবকে জানানো হয়। তারা ঘটনাস্থলে পৌছে তাদেরকে নকল বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জামসহ ১৮ লাখ ৩৭ হাজার ৮৬৬ টাকার মালামাল উদ্ধর করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করে এবং উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ফেলে।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন, ভরসা গ্রুপের আজিজ বিড়ির ব্যবস্থাপক (লিগ্যাল) মোঃ রফিকুল ইসলাম ও আরএসএম মোঃ আব্দুল্লাহ নয়ন।
শাহজাহান আলী বিপাশ, কালীগঞ্জ