Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

আমার ডায়েরিতে নওরীন তাবাচ্ছুমের “তুমিহীন”

1 min read
নওরীন তাবাচ্ছুম
নওরীন তাবাচ্ছুম

তুমিহীন

আমি এই একটা জীবন, এমনকি হাজার জীবনও
পার করে দিতে পারবো, শুধু তোমার কিনারায়।
তোমার হৃদয়ের পলি মাখা বালুচরে
শামুক ঝিনুক আঁচলে ভরে, আমি ঠিক পারবো।
তোমার ভালোবাসার স্রোতের সাথে খেলা করে
তোমার আদরের শীতল ছায়ার সাথে দৌড়ে দৌড়ে
শখের সাদা বকের সাথে মজা করে
দুঃখের সাগরে একসাথে সাঁতরে সাঁতরে,
সুখের নৌকার পিছে ধাওয়া করে
প্রেমপবনের সাথে গান করে, আমি ঠিক কাটিয়ে দেব।
আনমনে বকবক করে, ঘাটের বসে আড্ডা মেরে।

আমি এই একটা জীবন, এমনকি হাজার জীবনও
কাটিয়ে দেব, শুধুই তোমার হৃদয় কিনারায়।
ভোরের বেলায়, সাঁঝের বেলায়
দুঃখের বেলায়, সুখের বেলায়।
রোদ নাই বৃষ্টি নাই, তৃষ্ণা নাই, খিদে নাই
ভ্রুক্ষেপ নাই, কিছুতে ভ্রুক্ষেপ নাই
তবুও কাটিয়ে দিতে পারবো, তোমার কিনারায়।

আমি এই একটা জীবন, এমনকি হাজারও জীবন
কাটিয়ে দেব, শুধু এই তোমার হৃদয় কিনারায়।
তোমার জন্য অপেক্ষা করে, শুধু মাত্র তোমার জন্যই
হাতে একমুঠো শামুক ভরে, ঝুলিতে একমুঠো বালি ভরে
ডালিতে একমুঠো ফুল ভরে, হৃদয়ে একমুঠো অপেক্ষা ভরে,
দুচোখে প্রেম একে,মনে ভালোবাসার বিনয় নিয়ে,

আমি এই একটা জীবন, এমনকি হাজার জীবনও
কাটিয়ে দেব, শুধু তোমার হৃদয় কিনারায়।
শুধু অপেক্ষার তরে, অপেক্ষা করে যাচ্ছি।
তুমি আসবে না জেনেও, তোমারই তরে,
তুমি আর ভালোবাসবে না জেনেও, তোমার তরে
তুমি হীন জীবনে তোমার তরে, শুধু একটা বালুচরে।

কাটিয়ে দিতে ঠিক পারবো, কিন্তু কাটাবো কিভাবে ?
তুমিহীন জীবনে বাঁচববো হয়তো প্রানহীন হয়ে, কিন্তু কিভাবে বাঁচবো বলতে পারো?
তুমি যদি তুমিহীন করে দাও?
তবে আমি,আমিহীন হবো না কেন বলো?
তুমিহীন জীবনে বাঁচতে যদিও পারি,
কিন্তু বাঁচবো কেন,আর কিভাবে ?

তোমাকে কাছে পাবো, একটু জড়িয়ে ধরবো
একটু আদর করবো, একটু খুনসুটি করবো বুকের উপর মাথা রাখবো, প্রেমসাগরে একটু ঝাঁপ দেবো
আকাশ-কে একটু টিটকিরি করবো, চাঁদকে একটু ভেংচি কাটবো
যা মনে আসে তাই করবো,
স্বপন সাজাবো, তোমায় বার বার দেখবো।

আমি এই একটা জীবন, এমনকি হাজার জীবনও
কাটিয়ে দিতে ঠিক পারবো, শুধু তোমার হৃদয় কিনারায়।
কাটিয়ে দিতে পারি, কিন্তু কাটাবো কিভাবে?
তুমিহীন জীবনে বাঁচতে হয়তো পারবো, কিন্তু বাঁচবো কিভাবে বলতে পারো?
বলোতো কিভাবে বেচে থাকবো প্রানহিন তুমিছাড়া?

……….. (বাবুই)

লিখেছেন: নওরীন তাবাচ্ছুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *