দোতলায় বেঞ্চ তুলতে না পারায় ছাত্র পেটানোর অভিযোগ
1 min readবিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে একতলা থেকে দোতলায় বেঞ্চ ওঠাচ্ছিলেন শিক্ষকেরা। বেঞ্চ তুলতে না পারায় শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জখম ওই শিশুর নাম কামরান আকমল। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে।
কামরান আকমল বলে, তাদের বিদ্যালয়ে দোতলা নতুন ভবন হয়েছে। ওই ভবনে তাদের জোড়া বেঞ্চ তুলতে দেন শিক্ষকেরা। একতলা থেকে দোতলায় বেঞ্চ উঠাচ্ছিল তারা। এ সময় কষ্ট সহ্য করতে না পেরে সে সিঁড়িতে বসে পড়ে। তার সঙ্গে এক সহপাঠীও ছিল। তারা দুজন বসে পড়ায় বিদ্যালয়ের প্রাধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ এসে তাকে (কামরান) মারপিট করেন।
কামরান বলে, ওই শিক্ষক তার মাথা চেপে ধরে বেঞ্চের সঙ্গে ধাক্কা দেন। এতে তার ঠোঁট কেটে রক্ত ঝরে। পরে অন্য শিক্ষার্থীরা বাড়িতে খবর দিলে অভিভাবকেরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কামরানের মা শেলিনা খাতুন বলেন, বেঞ্চ ওঠাতে না পারায় কামরানকে মারপিট করা হয়েছে। এতে তার ঠোঁট কেটে গেছে। তিনি এ বিষয়ে উপযুক্ত শাস্তি চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।
শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বাচ্চারা বেঞ্চ ওঠাচ্ছিল ঠিকই কিন্তু এই দুই বাচ্চা কাজে ছিল না। তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে অন্য আরেক শিশুর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি একটা চড় মারতে গিয়েছিলেন। একটি শিশু ওপরে উঠে যায়, আরেক শিশু পাশে থাকা বেঞ্চের সঙ্গে ধাক্কা খায়। এতে তার ঠোঁট কেটেছে। তবে তা খুবই সামান্য।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা খাতুন জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন। ওই শিক্ষককে বৃহস্পতিবার কার্যালয়ে আসতে বলেছেন। সবকিছু জানার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।