Sat. Dec 28th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

নগ্ন দেহে বডিপেইন্টিং করালেন প্রিয়তি

1 min read

Prioty_bodyPainting

মাকসুদা আক্তার প্রিয়তি। নামটি এখন সারা বিশ্বে পরিচিত। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভুত মিজ আর্থ ইন্টারন্যাশনাল। পরেছিলেন আয়ারল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট। সমাজের যে কোন বিচ্যুতিতে গলা চড়ান স্বাধীনচেতা এই মেধাবী মানুষটি। মেধা আর যোগ্যতা দিয়ে বিশ্বের বুকে অনন্য আসন গড়েছেন। বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছেন। সকল কুসংস্কার আর সামাজিক হিনমন্যতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন। সেই প্রিয়তি এবার নগ্ন শরীরে বডি পেইন্টিং করালেন। আর সেই ছবি ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করেছেন কিছুটা ঘোলা করে। লিখেছেন , ‘কিছু কাজ না হয় গোপন ই থাকলো!!’

ছবিটি ফেসবুকে আসতেই অনেকেই কমেন্ট করেছেন। বডি পেইন্টিং পাশ্চাত্যে একটি শিল্প হলেও বাংলাদেশে বিষয়টি এখনো সমাজস্বীকৃত নয়। কারণ কাজটি করতে হলে অন্যের সামনে নগ্ন শরীরে দাঁড়াতে হয়। তবে প্রিয়তির এ উদ্যোগকে নেতিবাচকভাবে দেখেননি তেমন কেউই। অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন।

নগ্ন দেহে বডিপেইন্টিং করালেন প্রিয়তি
নগ্ন দেহে বডিপেইন্টিং করালেন প্রিয়তি

কেউ লিখেছেন- কারুকাজ, কেউ লিখেছেন- সুন্দর, কেউ লিখেছেন- বডি পেইন্টিং চিত্রশিল্পেরই একই ধরণ। কেউ লিখেছেন- গোপন আর থাকলো কই, কেউ লিখেছেন- প্রকাশ্য গোপনিয়তা, আবার কেউ পূর্ণাঙ্গ ছবিটি কি ইনবক্স বা আউটবক্সে পেতে আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোলা করে ছবি প্রকাশের ব্যাপারে প্রিয়তি লিখেছেন, কেউ যাতে শতভাগ বুঝতে না পারে যে ছবির মানুষটি কে। লিখে তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন।

দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন প্রিয়তি। একাধারে তিনি মডেল, বিভিন্ন প্রতিযোগিতার বিচারক, পাইলট, দুই সন্তানের জননি। সফলভাবে নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি দুই সন্তানকে বুকে আগলে বড় করছেন একাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *