পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
1 min read
ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তিবাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের দাবিতে অনিদ্রিষ্ট কালের জন্য কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ জেলা শাখার উদ্দোগে এসব কর্মসুচ পালন করা হয়।এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ সমিতির মুল ফটকে এসে শেষ হয়। সেখানে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের নেতা মোহাম্মদ সাইদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তিবাতিলের প্রতিবাদ ও চাকুরী স্থায়ী করনের জন্য সরকারের নিকট দাবি জানান। তাদের তাদের দাবি মানা না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন তারা।